সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

★বন্ধুত্ব অতঃপর ভালোবাসা★


কুয়াশাভেজা মিষ্টি একটা শীতের
সকাল। কুয়াশা কাটিয়ে সবে মাত্র সূর্যের
মিস্টি আলো চারিদিকে আভা ছড়াচ্ছে।
ইউনিভার্সিটির সামনের একটা চায়ের টং-এ বসে খুব মনোযোগ দিয়ে গরম
চায়ে ভিজিয়ে পাউরুটি খাচ্ছে হাদী ।
.
হঠাৎ একটা রিকশা এসে থামলো টং টার
পাশে। রিকশা থেকে নামছে স্পর্শীয়া । লাল রংয়ের একটা শালে স্পর্শীয়াকে আজ অপূর্ব লাগছে । 

.
- “কি ব্যাপার ক্লাসে যাবি না?”
স্পর্শীয়ার কথায় হাদীর হুশ ফেরে ।
- “না রে, মুড নেই।” চায়ে চুমুক
দিতে দিতে বলল হাদী।
.
- “তোকে না বলছিলাম আমার
একটা স্কেচ আর্ট করে দিতে। করেছিস
ঐটা ?”
- “না । টাইম কোথায় আমার?”
- “তাহমিনাকে যে করে দিলি।”
- “আরে ও আমাকে এর জন্য ২০০
টাকা দিছে।
তুই দে, তোকেও করে দিবো।”
- “টাকা নিয়ে ছবি আঁকবি? তুই না আমার
বেস্ট ফ্রেন্ড”

- লিওনার্দো দ্যা ভিঞ্চি পর্যন্ত
টাকা নিতেন। উনি বলেছেন,
হে বৎস ছবি এঁকে অবশ্যই টাকা নিবে। নইলে তোমার মেধার মূল্য দিবে না কেউ।
- লাগবে না তোর আর্ট । এখন ক্লাসে চল।
- তোকে না বললাম আজ ক্লাসে যাব না।
বাংলায় তো বলছি।
নাকি বাংলা ভাষা বুঝিস না।
আর এখন এইখান থেকে যা তো ।
আমাকে একটু শান্তিতে চা খেতে দে
- ওকে বাই। আমি গেলাম। আর তোর
সাখে কোনো দিন কথা বলব না
.
মনে মনে অনেক রেগে গেছে স্পর্শীয়া
ভাবছে আর কোনোদিন হাদীর সাথে কথা বলবে না।
ছেলেটা কেমন জানি?
একটুও ভালো না। ওকে একটুও বোঝে না । কিন্তু বেশীক্ষণ এই রাগ ও ধরে রাখতে পারবে না, এই শয়তান হাদী কেই যে ও সবচেয়ে বেশী ভালোবাসে।।
.
কিন্তু স্পর্শীয়া তা এখনও জানায়নি।
কারণ তার আত্মসম্মানবোধ প্রবল।
আর হাদী?
তার এতো টাইম নেই এইসব
ভাবার। এই হয়তো কোন ক্যান্সার রোগীর জন্যে চাঁদা তুলে সাহায্য করছে। আবার এই হয়তো টোকাইদের স্কুলে ফ্রি পড়াচ্ছে। অনাথ আশ্রমের বাচ্চাদের চকলেট বা ফুচকা খাওয়াচ্ছে। পথের অসুস্থ ফকিরকে নিজের টিউশনির টাকাটা দিয়ে কম্বল কিনে দিয়েছে,
অথচ এই প্রচন্ড শীতে তার নিজের-ই
কোনো শীতের পোশাক নেই ।
.
আজ স্পর্শীয়ার জন্মদিন। গত কয়েক দিন
ধরে ও একটু অসুস্থ । তবে ফোন করে ওর
ভার্সিটির সব বন্ধুদের ইনভাইট করেছে।
একটু আগে ফোন করেছে সবাই তার
বাসায় আসবে। নিশ্চয় হাদীও
আসবে। সেটা ভেবেই অসুস্থের মধ্যেও উঠে ফ্রেশ হয়ে রেডি হয়েছে স্পর্শীয়া
.
কিন্তু সন্ধ্যায় দেখা গেলো আসেনি হাদী। সে নাকি পথ শিশুদের শীতের ভাপা পিঠা খাওয়ানো কার্যক্রমে গিয়েছে।
চোখে পানি এসে যাচ্ছিলো স্পর্শীয়ার। ও ঠিক করছে আর কখনো অনিকে নিয়ে ভাববে না। যার তাকে দেখতে আসার টাইম
নেই।
বন্ধুরা একটু পর চলে গেল।
.
রাত এগারটায় হঠাৎ রুমে এসে হাজির হাদী। বন্ধু হিসেবে হাদী কে চিনে বাসার সবাই। তাই কেউ তাকে কিছু বলে নি।
.
- “কি ব্যাপার, তুই নাকি অসুস্থ? এই ঢং ধরা শিখলি কার থেকে?”
রুমে ঢুকেই বলল হাদী।
- “তুই জানিস না মেয়েদের রুমে নক
করে ঢুকতে হয়?”
- “আরেব্বাহ্! তুই মেয়ে? জানতাম নাতো? তো পার্টি কেমন হলো? কেক টেক কিছু রেখেছিস?”
- “এতো রাতে তোকে আসতে বলল
কে?” রাগ এখনও পড়ে নি স্পর্শীয়ার।
- “আরে আমি তো পথ শিশুদের পিঠা
দিতে গেলাম। ভাবলাম তোকে রাতে এসে দেখে যাবো।”
.
এর মধ্যে কেক নিয়ে রুমে ঢুকলেন  স্পর্শীয়ার আম্মু।
.
- “থ্যাংকু আন্টি"
.
খেয়ে ধেয়ে যাওয়ার সময় ব্যাগ থেকে বের করে তাজিয়া কে একটা প্যাকেট দিল হাদী।
- “নে তোর বার্থডে গিফট।
আমি যাওয়ার পর খুলবি।”
.
হাদী যাওয়ার পর প্যাকেট খুললো স্পর্শীয়া
একটা ড্রয়িং খাতা।
খাতা খুলে অবাক স্পর্শীয়া
প্রত্যেকটা পাতায় স্পর্শীয়ার মুখের চমৎকার সব স্কেচ।
চোখে পানি এসে গেল স্পর্শীয়ার
ইচ্ছে হলো খুশিতে চিৎকার করতে।
শেষ পাতায় একটা বাঁদরের ছবি।
.
নিচে হাদীর একটা চিঠি।
“এই যে উপরে বাঁদরের ছবিটা দেখছিস। এইটাই কিন্তু তোর আসল ছবি।
বাকি ছবি গুলি তোর ফেসবুক অ্যালবাম থেকে দেখে আঁকা।
আর একটা কথা। সবাই বলে,আমি নাকি লাগামহীন একটা ছেলে।
এমন একটা মেয়ে আমার দরকার, যে আমার লাগামটা ধরবে। তুই কি এই মহান দায়িত্বটা নিবি, প্লিজ?
আমার মনে হয় তুই এই কাজের জন্যে পারফেক্ট।
যদি দায়িত্বটা নিতে চাস,
তাহলে কোনো এক কুয়াশা মাখা সকালে চিৎকার
করে বলিস , "ভালোবাসি "
অথবা মোবাইলে টেক্সট করে দিস।
.
চিঠিটা পড়ে মোবাইলটা হাতে নিলো স্পর্শীয়া।  আবার চোখে পানি এসে গেছে তার।
উফ্, এতো পানিও আসতে পারে আমার চোখে- ভাবতে ভাবতে মোবাইলে লেখা শুরু
করলো স্পর্শীয়া।।
.
লিখাঃ Asadur Rahman Hadi.

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চিরসত্য

"আজ তুমি যাকে যেভাবে কষ্ট দিচ্ছো, ঠকাচ্ছো, অবহেলা করছো, ইমোশন নিয়ে খেলতেছো, প্রতারণা করছো। ভেবো না যে তুমি পার পেয়ে যাবে। অতটা সোজা মনে করো না। হঠাৎ কোন একদিন আসবে যেদিন তুমি ঠিক একই ভাবে কারোর দ্বারা কষ্ট পাবে, ঠকে যাবে, অবহেলিত হবে, প্রতারিত হবে। আর সেই দিনটা খুব বেশি দূরে নয়... অপেক্ষায় থেকো!! . জানো তো এই পৃথিবীটা কিন্তু গোল। এখানে তুমি যা করবে, যে অন্যায় করবে, যে পাপ করবে, তা ঠিক ঘুরেফিরে কোন একদিন তোমার কাছে চলে আসবেই। আসতে বাধ্য... তোমার কারণে যদি কারোর চোখ থেকে এই ফোটা পানিও পড়ে যায়, অপেক্ষায় থাকো কেউ একজন তোমার চোখ থেকে শত শত ফোটা পানি পড়ার কারণ হবে!! . দিনের পর দিন যার সাথে ভালোবাসার মিথ্যে অভিনয় করে আসতেছো। একটু একটু করে একটা মানুষের বিশ্বাস নিয়ে মন মতো খেলতেছো। অথচ ও পাশের মানুষটা তোমার ছলনা কিছুই বুঝতে পারেনি, তাই বলে ভেবো না তুমি জিতে গেছো। অপেক্ষা করো একই ভাবে কেউ না কেউ তোমার ভালোবাসা নিয়ে মিথ্যে অভিনয় করে যাবে, তোমার বিশ্বাস নিয়ে খেলবে!! . আমি নিজেও এটা খেয়াল করেছি।  যদি কখনো কারো সাথে খারাপ ব্যবহার করেছি তো অন্য কোন দিন কেউ একজন তারচেয়েও বেশি খারাপ ব্যবহ

★মিষ্টি ঝগড়া★

- তোমার তো এখানে বসে থাকার কথা ছিলনা!! তবে এখানে কেন বসে আছো? হাদী কে শাসানোর মতো করে কথা গুলো বলতে থাকে অধরা। পাক্কা ১৫ মিনিট ধরে পুরো পার্ক তন্ন তন্ন করে হাদী কে খুজেছে অধরা। দু'জনের দেখা করার কথা ছিলো পার্কের অন্য কোনায় যেখানে অনেক গুলো ফুল গাছ আছে। লাল রঙের ফুল অধরার খুব পছন্দ। হাদী অধরা কে সবসময় লাল রঙের ফুল দিয়েই প্রপোজ করে। পার্কে আসলে যখনই অধরার অভিমান হয় তখন-ই গাছ থেকে একটা লাল ফুল এনে অধরাকে দেয়। আজ সে ধরনের কোনো সুযোগ নেই। অধরার দিকে না তাকিয়েই হাদী জবাব দিতে থাকে। - এখানে অনেক ঘাস আছে তাই বসে আছি। - তুমি কি ছাগল যে ঘাস দেখে বসতে হবে? -আমি ঘাস দেখে বসিনি, ঘাসের উপর বসে আছি। চাইলে তুমিও বসতে পার। - আমি তোমার মত ছাগল না। -আমি জানি তুমি ছাগল না। ছাগলের স্ত্রী লিঙ্গ ছাগী। - কি আমাকে তুমি ছাগী বললে!!!!???? -এখনো বলিনি, তবে ছাগলের বউ ছাগীই হয়। - আমি তোমার বউ না। - আমি তো বলিনি তুমি আমার বউ। - এতো কথা প্যাঁচাও ক্যান? তুমি একটা রামছাগল। - রামছাগলের দাড়ি থাকে। আমি একদম ক্লিন শেভ। - ওহ অসহ্য!!! কেনো যে তোমার মত ইডিয়েটের সাথে প্রেম করি? - আমরা প্রেম করছি না। আমরা

♥ঝগড়াটে মিষ্টি বউ♥

– এই যে মিস্টার বাদাম . কথাটা শুনে বন্ধ মুখ টা হা হয়ে গেলো। পার্কের টুলে বসে বসে বাদাম খাচ্ছি। এমন সময় মেয়েলী কন্ঠে এমন ডাক। এটা নিশ্চই কল্পনার বাইরে। . – এই আমার নাম আছে। আর আপনি অাগন্তুক কোথা থেকে এসে আমাকে মিস্টার বাদাম বলছেন?? – অামি অাপনার নাম জানি না তাই বাদাম খাচ্ছেন দেখে ওটা বললাম। – মাথায় সমস্যা??? – থাকতেও পারে। – ওই অাপনি অামাকে পাগল ভাবছেন?? – হতেও তো পারেন। – অাপনাকে অাপনাকে – কি?? – অামার মাথা। – তো এটা বলতে এরকম করা লাগে?? – ওহহ এই অাপনি কে?? – এতক্ষন যার সাথে ঝগড়া করছেন. – ও মোর খোদা অামারে উঠাই নাও না ক্যান। – দাড়ি বা মই কিছু তো খোদায় দিলো না উঠবেন কি করে?? – অাপনি কি পাবনা থেকে এসেছেন?? – মরতে যাবো পাবনা?? – তো অামাকে মারতে অাসছেন কেন?? – মারতে অাসলে তো সেই কখন মেরে ফেলতাম। – তো কেন এসেছেন?? – অাপনাকে নিতে। – কোথায়?? – পাবনায়। – অাপনার মাথায় সমস্যা অাপনি যান। – অাসুন তো। – কোথায়?? – অামার সাথে। – দেখুন অামার একজনের সাথে দেখা করার কথা। – লাগবেনা সেটা। – অাপনাকে অামি চিনিনা অাপনার সাথে কোথায় যাবো?? – এতক্ষন কথা বলার পরও অচেনা?? – হুমম