- কি রে কাঁদছিস কেন?
- তুই নেই তাই!
- কে বলেছে আমি নেই?
- কোথায় আছিস বল?
- এইতো তোর পাশেই আছি!
.
- ধরতে পারছি না কেন?
- আরে গাধী! হাতটা সামনে দে… হাত বাড়ালেই পাবি আমাকে!
- না তুই আয়, তুই এসে আমার হাত ধর! হারামী! তুই আসলে কি হয়?
- না তুই এক পা এক পা করে সামনে আয়… আর হাতটা বাড়িয়ে দে!
- ওকে আসলাম… দিলাম… এই ধর… ধর এখন আমার হাত!
- হু! ধরলাম! ছেড়ে যাবি আমায় কখনো?
- না রে পাগলী! যাবো না!
- সত্যি বলছিস?
- হু সত্যি!
- তিন সত্যি বল?
- তিন সত্যি! তুই না একটা পাগলী! এত বাচ্চামিপনা করিস কেন?
- আর তুই একটা ক্ষ্যাপাটে পাগলা! বাচ্চামি করলাম কোথায় ?
- এই যে নাক কাঁদুনির মত কাঁদিস !
- তুই আমাকে নাক কাঁদুনে বললি কেন?
- অই দেখে! অই দেখ! আবার নাক ফুলাচ্ছে!
.
- অই তোর নাক বোঁচা … তুই একটা বোঁচকা নাকআলা!
- আর তুই বোঁচকার … !
- তোর মাথা বদমাশ!
- তুই বদমাশের …!
- খেলবো না যা!
- কি খেলবি না?
- দুরররর ঘোড়ার ডিম!
- হইছে হইছে আর নাক কাঁদতে হবে না।।
- কাঁদলে কি করবি?
- ঢিশুম ঢিশুম করে তোর নাকে মারবো!
- অই মারতো দেখি! তোর কত সাহস?
- কেন মারলি কি করবি?
- তুই আমাকে মারবি?
- কি মনে হয়?
- জানি না!
- এই বিশ্বাস তোর? আয় কাছে আয়?
- না আসবো না! তুই মারবি!
- আয় না বাবা!
- আসলে কি করবি?
- বুকে আগলে রাখবো!
- একটু আগেই না বললি- মারবি!
- গাধী! আসবি??? না কি অন্য কাউকে ডাকবো?
- ডাক তো দেখি! তোর নাক ভেঙ্গে ফেলবো !
- তাই না কি?
- হু!
- অই তুই তো একটা গুন্ডি রে!
- গুন্ডামির কি দেখলি?
- মানে?
- বেশি ফাজলামি করবি তো- তোর ঠ্যাং কেটে হাতে ধরিয়ে দেবো!
- ওরে বাবা! কত সাহস রে!
- হা হা হা!
- তখন তো – তোকে আমাকে কোলে নিয়ে বেড়াতে হবে?
- হু, বেড়াবো! তবুও তো কাউকে ডাকতে পারবি না!
.
লিখাঃ Asadur Rahman Hadi.
"আজ তুমি যাকে যেভাবে কষ্ট দিচ্ছো, ঠকাচ্ছো, অবহেলা করছো, ইমোশন নিয়ে খেলতেছো, প্রতারণা করছো। ভেবো না যে তুমি পার পেয়ে যাবে। অতটা সোজা মনে করো না। হঠাৎ কোন একদিন আসবে যেদিন তুমি ঠিক একই ভাবে কারোর দ্বারা কষ্ট পাবে, ঠকে যাবে, অবহেলিত হবে, প্রতারিত হবে। আর সেই দিনটা খুব বেশি দূরে নয়... অপেক্ষায় থেকো!! . জানো তো এই পৃথিবীটা কিন্তু গোল। এখানে তুমি যা করবে, যে অন্যায় করবে, যে পাপ করবে, তা ঠিক ঘুরেফিরে কোন একদিন তোমার কাছে চলে আসবেই। আসতে বাধ্য... তোমার কারণে যদি কারোর চোখ থেকে এই ফোটা পানিও পড়ে যায়, অপেক্ষায় থাকো কেউ একজন তোমার চোখ থেকে শত শত ফোটা পানি পড়ার কারণ হবে!! . দিনের পর দিন যার সাথে ভালোবাসার মিথ্যে অভিনয় করে আসতেছো। একটু একটু করে একটা মানুষের বিশ্বাস নিয়ে মন মতো খেলতেছো। অথচ ও পাশের মানুষটা তোমার ছলনা কিছুই বুঝতে পারেনি, তাই বলে ভেবো না তুমি জিতে গেছো। অপেক্ষা করো একই ভাবে কেউ না কেউ তোমার ভালোবাসা নিয়ে মিথ্যে অভিনয় করে যাবে, তোমার বিশ্বাস নিয়ে খেলবে!! . আমি নিজেও এটা খেয়াল করেছি। যদি কখনো কারো সাথে খারাপ ব্যবহার করেছি তো অন্য কোন দিন কেউ একজন তারচেয়েও বেশি খারাপ ব্যবহ