মোবাইলের স্কীনের দিকে তাকিয়ে দেখি রাত্রি দুইটা বেজে গেছে।
তবুও ঘুম আসছে না আমার। মনের মাঝে চাপা কষ্ট গুলোকে কে যেনো বার বার নাড়া দিচ্ছে। পাশেই শুয়ে আছে আমার স্ত্রী। মাসখানেক হবে বিয়ে করেছি , গভীর ঘুমে আছোন্ন আমার স্ত্রী অধরা।
.
আমি বিছানা ছেড়ে, আস্তে করে উঠে পড়লাম। যদি অধরার ঘুম ভেঙ্গে যায়, তাহলে আর ছাদে যাওয়া হবে না আমার। আর তখন অধরা আমাকে ঘুম পাড়িয়ে দেবার বৃথা চেষ্টা করবে।
বিছানা থেকে নেমে মোবাইলটা হাতে নিয়ে আস্তে আস্তে রুমের দরজা খুলে ছাদে চলে আসলাম।
.
কয়েকটি বিষয় আমাকে সর্বদা কুড়ে কুড়ে খাচ্ছে, একমু্হুর্ত শান্তিতে থাকতে দিচ্ছে না।
ছাদে এসে আমার একটা সিগারেট খেতে ইচ্ছে করলো, কিন্তু অধরার জন্য খেতে পারছি না। অধরা সিগারেট খাওয়া পছন্দ করেনা। অধরা আমার জীবনে এসে সিগারেট নামক বস্তুটিকে দূরে সরিয়ে দিয়েছে।
.
অধরাকে কথা দিয়েছি জীবনে আর কোনদিনও সিগারেট খাবো না।
প্রিয় মানুষকে দেওয়া কথা গুলো রাখা উচিত, নয়তো প্রিয় মানুষকে অবহেলা করা হয়।
প্রিয় মানুষের দেওয়া শর্তগুলো সবসময় নিজের পছন্দের জিনিষগুলোই হবে।
.
কখনো দেখবেন নিজের প্রিয় জিনিস সিগারেট, এটাকে তারা ছাড়তে বলবে। বেশি রাত করে বাসাই ফিরতে দেবে না। সবসময় আপনাকে চোখে চোখে রাখবে, কারন আপনাকে সে অনেক ভালোবাসে। সব প্রিয় মানুষগুলোই চাই আপনাকে সুস্থ ও সুন্দর রাখতে, তারা নিজের ক্ষতি করে হলেও আপনাকে সুখি দেখতে চাইবে ।
.
অধরাকে কথা দেবার কারনে সিগারেট খেতে পারলাম না। মনকে কোনো ভাবেই বুঝাতে পারছি না আমি।
বিয়ের কয়েকদিন পরেই চাকরিটা হারিয়ে যায় আমার। এখনো পর্যন্ত অন্য কোন চাকরী যোগার করতে পারিনি। সেইজন্য মনে সবসময় একটা কষ্টের ছাপ লেগে থাকে।
.
বিয়ে করে নতুন বউকে তেমন কিছু দিতে পারেনি। চাকরিটা না থাকার কারনে হাতে কোন টাকা পয়সাও নেই। অধরা আমার জীবনে এসেই প্রথমে অনেক কষ্টে জীবন পার করছে। সব বউ-ই চায় তাদের স্বামী কিছু দিতে পারুক আর না পারুক, কমদামি কিছু গিফ্ট, আর অল্প সময় যেনো তাকে দেয়।
.
নিজের কাছেই সবচেয়ে বেশি খারাপ লাগছে। সবাই তাদের নিজের বউকে কতো কিছু দেয়, শুধু আমিই দিতে পারলাম না। পনেরো দিন ধরে ভালো কোন রান্না হয়নি, সেইজন্য একি রকমের খাবার পনেরো দিন ধরে খেয়ে আসছি।
অধরার মুখের দিকে তাকাতে আমার লজ্জা করে, কারন ওর মুখের দিকে তাকালেই বুঝতে পারি, মেয়েটি কিছু একটা আশা করে আমার থেকে। কিন্তু আমি কিছুই দিতে পারিনা তাকে।
.
নিজের কাধে কারো হাতের স্পর্শ পেলাম। পেছনে ঘুরে দেখি অধরা দাড়িয়ে আছে।
- কি ব্যাপার ঘুম থেকে উঠে আসলে কেনো? (আমি)
- যেখানে তুমি নেই, সেখানে আমি কি করে থাকি বলো (অধরা)
- আমাকে বিয়ে করে তুমি কতো বড় ভুল করেছো অধরা।
কথাটি বলতেই আমার মুখ চেপে ধরলো অধরা।
- এমন কথা আর কোনদিন বলবে না তুমি। আমার তেমন কিছু চাই না হাদী, শুধু তোমাকে-ই চাই।
তোমাকে আকড়ে ধরে বাঁচতে চাই। এতো রাতে এখানে থাকতে হবে না, এখন চলো ঘুমাবে?
.
অধরার কথায় ছাঁদে আর থাকলাম না,
অধরার কথা না শুনলে সে হয়তো রাগ করবে,আমি চাইনা কোন কারণে অধরা কষ্ট পেয়ে থাকুক। বিছানায় এসে শুয়ে পড়লাম।
অধরা আমার চুলে বিলি কেটে দিচ্ছে, আর আমি ঘুমানোর বৃথা চেষ্টা করছি। কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই বলতে পারবো না।
.
ঘুম থেকে উঠে দেখি অধরা আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। সকাল হয়েছে অনেক আগেই, তবুও অধরার কাছে হয়তো এখনো সকাল হয়নি।
সেইজন্য সে এখনো ঘুমিয়ে আছে। অধরাকে জাগিয়ে তুলতে মন সায় দিলো না।
মেয়েটার মুখের দিকে তাকিয়ে থেকে আমিও শুয়েই থাকলাম।
কিছুক্ষন পরেই অধরার ঘুম ভেঙ্গে গেলো। ঘুম থেকে উঠে দেখে আমি জেগে আছি, তখন সে একটু লজ্জা পেলো, কারন আমার বুকে মাথা রেখে ঘুমিয়েছে আর আমি সেটা দেখে ফেলেছি।
অধরা ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে রান্না করতে চলে গেলো,আর আমি ফ্রেস হয়ে একটু বাইরে গেলাম।
.
বাড়ির বাইরে যেতেই দারোয়ান পেছন থেকে ডাক দিলো।
- ভাইজান আপনার একটা চিঠি এসেছে।
- কই দেখি।
- এই-যে নেন।
চিঠিটা হাতে নিয়ে নিলাম।
চিঠিটা খুলে দেখি চাকরির অ্যাপার্মেন্টলেটার।
মানে আমার চাকরি হয়ে গেছে। কিছুদিন আগে একটা অফিসে ইন্টারভিউ দিয়েছিলাম,
ভাবছিলাম হবে না,,কিন্তু সেখানেই আমার চাকরিটা হয়ে গেছে।.
.
মনে মনে আমি অনেক হাসতেছি, এখন থেকে আর কোন দুঃখ কষ্ট থাকবে না আমার।
অনেক দিন পরে একটু হাঁসলাম। বাইরে না গিয়ে বাড়িতেই চলে আসলাম আবার।
.
রুমে ঢুকে অধরাকে খুজতে থাকলাম। খুজে দেখি অধরা রান্না ঘরে রান্না করছে। আমি ওখানে যেতেই আমাকে সে দেখতে পেয়েছে।
.
- ওখানে দাড়িয়ে কেনো,ভেতরে আসো (অধরা)
- ভেতরে ঢুকে অধরাকে জড়িয়ে ধরলাম।
- এই ছাড়ো,কি করছো এসব,দেখতেছো না রান্না করছি।
- না, আমি এখন ছাড়বো না তোমাকে,আর আজকে আমি অনেক খুশি।
- এই যে ছাড়োতো, বলেই অধরা আমার দিকে ঘুরলো। কি জন্য এতো খুশি, যে আমাকে জড়িয়ে ধরতে হবে।
- এই দেখো চাকরির অ্যাপার্মেন্টলেটার। আমার চাকরি হয়ে গেছে, দু'দিন পরেই জয়েন করতে হবে চাকরিতে।
- সত্যি বলছো?
- তাহলে কাগজটা কি মিথ্যা।
- অধরা সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিলো।
চুমু দিয়ে ওমনি সে আমাকে ছেড়ে দিয়ে ওপাশে ঘুরে রান্না করতে লাগলো।
.
বুঝতে পারছি সে লজ্জা পেয়েছে,
না হলে এমন করতো না।
সেইজন্য সে ওপাশে ঘুরে কাজ দেখাচ্ছে আমাকে।
আমিও কম না, পেছন থেকেই অধরাকে জড়িয়ে ধরলাম।
অধরা এবার আর ছাড়তে বললো না, হয়তো বুঝে গেছে, ছাড়তে বললেও কোন লাভ হবেনা।
আর অধরাও চায়,এমনি করে যেনো আমি তাকে ভালোবাসি সারাজীবন।
অধরা রান্না করছে, আর আমি তাকে জড়িয়ে ধরে আছি। এখন থেকে আর কোন কিছুই আমাকে পিছু টানবে না, এখন থেকে অধরাকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যেতে পারবো, দিন শেষে অন্যদের মতন আমিও অধরাকে একটি করে ফুল এনে দিতে পারবো। কারন সেই সার্মথটুকু এখন আমার হয়েছে।
.
সংসার জীবনে বেশি কিছুর প্রয়োজন হয় না।
ছোটখাটো চাকরি,ছোট ছোট আবদার, দিনশেষে বা মাস শেষে একটি করে ফুল,আর সপ্তাহের শেষে ঘুরতে যাওয়া।
ব্যাস এটুকু প্রয়োজন সুন্দর সংসার জীবনে।
.
লিখাঃ Asadur Rahman Hadi.
"আজ তুমি যাকে যেভাবে কষ্ট দিচ্ছো, ঠকাচ্ছো, অবহেলা করছো, ইমোশন নিয়ে খেলতেছো, প্রতারণা করছো। ভেবো না যে তুমি পার পেয়ে যাবে। অতটা সোজা মনে করো না। হঠাৎ কোন একদিন আসবে যেদিন তুমি ঠিক একই ভাবে কারোর দ্বারা কষ্ট পাবে, ঠকে যাবে, অবহেলিত হবে, প্রতারিত হবে। আর সেই দিনটা খুব বেশি দূরে নয়... অপেক্ষায় থেকো!! . জানো তো এই পৃথিবীটা কিন্তু গোল। এখানে তুমি যা করবে, যে অন্যায় করবে, যে পাপ করবে, তা ঠিক ঘুরেফিরে কোন একদিন তোমার কাছে চলে আসবেই। আসতে বাধ্য... তোমার কারণে যদি কারোর চোখ থেকে এই ফোটা পানিও পড়ে যায়, অপেক্ষায় থাকো কেউ একজন তোমার চোখ থেকে শত শত ফোটা পানি পড়ার কারণ হবে!! . দিনের পর দিন যার সাথে ভালোবাসার মিথ্যে অভিনয় করে আসতেছো। একটু একটু করে একটা মানুষের বিশ্বাস নিয়ে মন মতো খেলতেছো। অথচ ও পাশের মানুষটা তোমার ছলনা কিছুই বুঝতে পারেনি, তাই বলে ভেবো না তুমি জিতে গেছো। অপেক্ষা করো একই ভাবে কেউ না কেউ তোমার ভালোবাসা নিয়ে মিথ্যে অভিনয় করে যাবে, তোমার বিশ্বাস নিয়ে খেলবে!! . আমি নিজেও এটা খেয়াল করেছি। যদি কখনো কারো সাথে খারাপ ব্যবহার করেছি তো অন্য কোন দিন কেউ একজন তারচেয়েও বেশি খারাপ ব্যবহ