সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

অক্টোবর, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

♥ঝগড়াটে মিষ্টি বউ♥

– এই যে মিস্টার বাদাম . কথাটা শুনে বন্ধ মুখ টা হা হয়ে গেলো। পার্কের টুলে বসে বসে বাদাম খাচ্ছি। এমন সময় মেয়েলী কন্ঠে এমন ডাক। এটা নিশ্চই কল্পনার বাইরে। . – এই আমার নাম আছে। আর আপনি অাগন্তুক কোথা থেকে এসে আমাকে মিস্টার বাদাম বলছেন?? – অামি অাপনার নাম জানি না তাই বাদাম খাচ্ছেন দেখে ওটা বললাম। – মাথায় সমস্যা??? – থাকতেও পারে। – ওই অাপনি অামাকে পাগল ভাবছেন?? – হতেও তো পারেন। – অাপনাকে অাপনাকে – কি?? – অামার মাথা। – তো এটা বলতে এরকম করা লাগে?? – ওহহ এই অাপনি কে?? – এতক্ষন যার সাথে ঝগড়া করছেন. – ও মোর খোদা অামারে উঠাই নাও না ক্যান। – দাড়ি বা মই কিছু তো খোদায় দিলো না উঠবেন কি করে?? – অাপনি কি পাবনা থেকে এসেছেন?? – মরতে যাবো পাবনা?? – তো অামাকে মারতে অাসছেন কেন?? – মারতে অাসলে তো সেই কখন মেরে ফেলতাম। – তো কেন এসেছেন?? – অাপনাকে নিতে। – কোথায়?? – পাবনায়। – অাপনার মাথায় সমস্যা অাপনি যান। – অাসুন তো। – কোথায়?? – অামার সাথে। – দেখুন অামার একজনের সাথে দেখা করার কথা। – লাগবেনা সেটা। – অাপনাকে অামি চিনিনা অাপনার সাথে কোথায় যাবো?? – এতক্ষন কথা বলার পরও অচেনা?? – হুমম

★অভিমানী বউ★

বউ বাপের বাড়ি গেছে। এমনি এমনি যায় নাই, রাগ করে গেছে। . অবশ্য রাগ করার যথেষ্ট কারণ আছে। গত ৩ সপ্তাহ হল তার বাইনা, তাকে নিয়ে বাইরে ডিনার করতে হবে। আর আমি আজ নয় কাল বলতে বলতে ৩ সপ্তাহ কাটিয়ে তার ধৈর্যের বাধ ভেঙ্গে ফেলেছি। . বউটা রাগি, কিন্তু এতটা রাগি না যে, আমার উপর রাগ করে বাপের বাড়ি যাবে! ঘটনায় আসা যাক। আজ সকালে অফিসের উদ্দেশ্য বের হবার আগে যথারীতি বউয়ের কাছে প্রমিস করে গেলাম……., . যেভাবেই হোক আজ দ্রুত অফিস থেকে ফিরেই তাকে নিয়ে বাইরে খেতে যাবো। সবকিছু ঠিকঠাক ছিলো, মাঝখানে একটা ঘটনা ঘটে গেলো। . অফিসের কলিগ আলিম সাহেবের মেয়ে সন্তান হয়েছে গতকাল। আর সেই সুবাদে আজকে তিনি আমাকে সন্ধ্যায় খাওয়াবেন। তিনি নাছোরবান্দা! ছাড়াছাড়ির কোন উপায় নেই। এছাড়া অনেকদিন হলো, তার কাছে খাওয়ার আবদার করছিলাম! তিনি একরকম জোড় করেই নিয়ে গেলেন, অনিচ্ছা সত্বেও যেতে হলো। তারপরে বাসায় ফিরতে ফিরতে অনেক দেরী হয়ে গেছে! . যতক্ষণে ফিরলাম, দেখি ঘরে তালা ঝুলছে! ২য় চাবিটা দিয়ে ঘর খুলে দেখি, ঘরের ভিতর মোটামুটি টর্নেডো বয়ে গেছে। সবকিছু এলোমেলো, বিছানা উল্টাপাল্টা। . ঘরের ভিতর কিছু দ্রব্যাদির ভাঙ্গা অংশ ছড়িয়ে ছি

★মিষ্টি ভালোবাসা★

. অবসর সময়ে টিভির সামনে বসে টিভি দেখছি। টিভির চ্যানেলগুলো বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখছি। . টিভি দেখার সময়ে হঠাৎ একজন বলে উঠলো -এই শোনো তো। ডাক শুনে বুঝতে পারলাম  তাহমিনা ডাকছে। রান্নাঘর থেকে এত মধুর ডাকের পিছনে নিশ্চয়-ই কারন আছে। তাই আমি পাত্তা না দিয়ে আবার টিভি দেখায় মন দিলাম। . কিছুক্ষণ পরে আবার রান্নাঘর থেকে শব্দ এল -ওগো এদিকে আসো তো। আমি বেশি মধুর সুরের লক্ষন দেখে টিভির সাউন্ড আরো বাড়িয়ে দিলাম। . কিছুক্ষণ পরে টিভি বন্ধ হয়ে গেল। তারমানে বুঝতে পারলাম তাহমিনা টিভি বন্ধ করে দিয়েছে। তাই আমি এমনিতেই বসে থাকলাম। . তাহমিনা আমার কাছে এসে বলল -এই তোমাকে এতক্ষণ ধরে ডাকছি শুনতে পাচ্ছ না? -টিভির সাউন্ড বেশি ছিল তো। -এত সাউন্ড দিয়ে টিভি দেখতে হবে কেন? সাউন্ড কমিয়ে দেখতে পারো না। -সবকিছু অল্প সাউন্ড এ দেখা যায় না। -আচ্ছা হয়েছে। এখন আমার সাথে আসো। -কোথায়? -আসো তো আমার সাথে। . রাজি না থাকায় হাতধরে টানতে টানতে রান্না ঘরে নিয়ে এল। আমি এই দেখে বললাম -কি ব্যাপার। আমাকে রান্না ঘরে নিয়ে আসলে কেন? -কাজ আছে। -মানে!! আমাকে এখন তোমার সাথে রান্না করতে হবে? -এই তুমি এত বেশি বোঝ কেন? আমি