মোবাইলের স্কীনের দিকে তাকিয়ে দেখি রাত্রি দুইটা বেজে গেছে। তবুও ঘুম আসছে না আমার। মনের মাঝে চাপা কষ্ট গুলোকে কে যেনো বার বার নাড়া দিচ্ছে। পাশেই শুয়ে আছে আমার স্ত্রী। মাসখানেক হবে বিয়ে করেছি , গভীর ঘুমে আছোন্ন আমার স্ত্রী অধরা। . আমি বিছানা ছেড়ে, আস্তে করে উঠে পড়লাম। যদি অধরার ঘুম ভেঙ্গে যায়, তাহলে আর ছাদে যাওয়া হবে না আমার। আর তখন অধরা আমাকে ঘুম পাড়িয়ে দেবার বৃথা চেষ্টা করবে। বিছানা থেকে নেমে মোবাইলটা হাতে নিয়ে আস্তে আস্তে রুমের দরজা খুলে ছাদে চলে আসলাম। . কয়েকটি বিষয় আমাকে সর্বদা কুড়ে কুড়ে খাচ্ছে, একমু্হুর্ত শান্তিতে থাকতে দিচ্ছে না। ছাদে এসে আমার একটা সিগারেট খেতে ইচ্ছে করলো, কিন্তু অধরার জন্য খেতে পারছি না। অধরা সিগারেট খাওয়া পছন্দ করেনা। অধরা আমার জীবনে এসে সিগারেট নামক বস্তুটিকে দূরে সরিয়ে দিয়েছে। . অধরাকে কথা দিয়েছি জীবনে আর কোনদিনও সিগারেট খাবো না। প্রিয় মানুষকে দেওয়া কথা গুলো রাখা উচিত, নয়তো প্রিয় মানুষকে অবহেলা করা হয়। প্রিয় মানুষের দেওয়া শর্তগুলো সবসময় নিজের পছন্দের জিনিষগুলোই হবে। . কখনো দেখবেন নিজের প্রিয় জিনিস সিগারেট, এটাকে তারা ছাড়তে বলবে। বেশি রাত করে বাসাই
☆গল্পের ভুবনে আপনাকে স্বাগতম☆