কুয়াশাভেজা মিষ্টি একটা শীতের সকাল। কুয়াশা কাটিয়ে সবে মাত্র সূর্যের মিস্টি আলো চারিদিকে আভা ছড়াচ্ছে। ইউনিভার্সিটির সামনের একটা চায়ের টং-এ বসে খুব মনোযোগ দিয়ে গরম চায়ে ভিজিয়ে পাউরুটি খাচ্ছে হাদী । . হঠাৎ একটা রিকশা এসে থামলো টং টার পাশে। রিকশা থেকে নামছে স্পর্শীয়া । লাল রংয়ের একটা শালে স্পর্শীয়াকে আজ অপূর্ব লাগছে । . - “কি ব্যাপার ক্লাসে যাবি না?” স্পর্শীয়া র কথায় হাদীর হুশ ফেরে । - “না রে, মুড নেই।” চায়ে চুমুক দিতে দিতে বলল হাদী। . - “তোকে না বলছিলাম আমার একটা স্কেচ আর্ট করে দিতে। করেছিস ঐটা ?” - “না । টাইম কোথায় আমার?” - “তাহমিনাকে যে করে দিলি।” - “আরে ও আমাকে এর জন্য ২০০ টাকা দিছে। তুই দে, তোকেও করে দিবো।” - “টাকা নিয়ে ছবি আঁকবি? তুই না আমার বেস্ট ফ্রেন্ড” - লিওনার্দো দ্যা ভিঞ্চি পর্যন্ত টাকা নিতেন। উনি বলেছেন, হে বৎস ছবি এঁকে অবশ্যই টাকা নিবে। নইলে তোমার মেধার মূল্য দিবে না কেউ। - লাগবে না তোর আর্ট । এখন ক্লাসে চল। - তোকে না বললাম আজ ক্লাসে যাব না। বাংলায় তো বলছি। নাকি বাংলা ভাষা বুঝিস না। আর এখন এইখান থেকে যা তো । আমাকে একটু শান্তিতে চা খেতে দে -
☆গল্পের ভুবনে আপনাকে স্বাগতম☆