- হ্যালো। - হ্যাঁ, শুনছি বলো। - এতক্ষণ লাগল আমার ফোন ধরতে! তুমি জান না আমি তোমাকে কত মিস করি। তুমি দেরি করে ফোন ধরলে আমার ভালো লাগে না। - আররে বাবা শাওয়ারে ছিলাম তো। এমন বাচ্চাদের মত কর কেন! - আমি তো বাচ্চাই। এই বাচ্চাটাকে একটু আদর করে দাও না। একটা পাপ্পি দাও না প্লিজ। - আমি এখন ফোন রাখছি। - এই না না। রেখ না প্লিজ। আর একটু কথা বলি! - আচ্ছা বল। - আচ্ছা তুমি এত সুন্দর কেন? শাওয়ারের পর তোমাকে নিশ্চয় আরও অনেক সুন্দর লাগছে। ভেজা কাপড়ে মেয়েদের আমার অনেক ভালো লাগে। কেমন যেন প্রতিমা প্রতিমা মনে হয়। - তা তো ভাল লাগবেই! ভেজা কাপড়ে তো আরও অনেক কিছু দেখা যায়! তোমরা ছেলেরা না সব ওই একটা বিষয় ছাড়া আর কিছুই ভাবতে পার না! - ছিঃ ছিঃ আমি কি তাই বলেছি নাকি! তুমি এত দিনেও আমাকে চিনতে পারলে না। আমি তোমাকে এত ভালোবাসি। আর তুমি কিনা...আমার খুব কষ্ট হচ্ছে। আমার ভাল লাগছে না। তুমি আমাকে এত কষ্ট কেন দাও! - উহ! আবার শুরু হল। সরি বাবা সরি। - তাহলে প্রমিজ কর আমার সাথে আর এভাবে কোথা বলবে না। - তাহলে কোনভাবে বলব? - তুমি আমার সাথে এমন কর কেন! আমি তোমাকে অনেক ভালবাসি। তুমি জানো আমি নিজেকেও এতটা ভালোবাসি
☆গল্পের ভুবনে আপনাকে স্বাগতম☆